
কবিতা বিষয়ে লেখা পইড়া কেউ কবিতা লেখে শুরু করে না, কিন্তু অন্য সব বিষয়ের মতো কবিতা নিয়াও কথা-বার্তা বলার রেওয়াজ চালু আছে। কবিতা লেখা ও কবিতা পড়ার বাইরেও আমরা বুঝতে চাই জিনিসগুলা কি রকম… তো, এই লেখাটারে এই জায়গা থিকা দেখতে পারলে ভালো।
অমিত চক্রবর্তী রিকোয়েস্ট করছিলেন নতুন কবিতার জায়গাগুলা নিয়া কিছু লিখতে, তখন লিখতে গিয়া দেখলাম, আগে তো এগজিস্টিং জায়গাটারে বুঝতে পারার চেষ্টা করা দরকার। যার ফলে উনি যেই রিকোয়েস্ট করছিলেন সেইটা আর লিখতে পারি নাই, কিন্তু এর সাথে রিলিভেন্ট একটা লেখা হইছে মনে হয়।…
তারো আগে, এস এম রেজাউল করিমের সাথে কথা হইতেছিল, বাংলা নন-কলোনিয়াল কবিতার একটা এন্থোলজি করার ব্যাপারে; মানে, যেইখানে টেনডেন্সিগুলারে কিছুটা হইলেও লোকেট করা যায়। কিন্তু সেইটা তো অনেক মেহনতের কাজ, সময়ও দরকার অনেক। তো, এই লেখাটারে সেইটার একটা শুরু হিসাবেও ভাবা যাইতে পারে, একভাবে।